Apr 8, 2024

Diploma in Nursing Science and Midwifery

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)

ভর্তির যোগ্যতাঃ

  1. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  2. আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বৎসরের মধ্যে হতে হবে।
  3. যে কোন শিক্ষা বোর্ড হতে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় GPA(Grade Point Average) ন্যূনতম ২.৫০ এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় GPA(Grade Point Average) ২.৫০ পেতে হবে।

সাধারণ নীতিমালাঃ

  1. প্রশিক্ষণ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না।
  2. ভর্তির পর বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিয়ম-বিধি, নীতি-মালা সহ নার্সিং ইনস্টিটিউটের নিয়ম-শৃঙ্খলা মেলে চলার অঙ্গিকারনামা দিতে হবে।
  3. কোন ছাত্র/ছাত্রী ক্রমাগত বিনা অনুমতিতে/নোটিশে হোস্টেলে বা ক্লাশে অনুপস্থিত থাকতে পারবে না।
  4. যদি কোন ছাত্র/ছাত্রী ৬ মাস অন্তর চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয় এবং ৭দিন পর দ্বিতীয় সুযোগে ও আবার অকৃতকার্য হয় তবে তার প্রশিক্ষণ বাতিল হয়ে যাবে।
  5. যদি কোন ছাত্র/ছাত্রী কারো সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং সেটা যদি  প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বলে প্রমানিত হয় তাহলে উক্ত ছাত্র/ছাত্রীর প্রশিক্ষণ বাতিল করা হবে।

চাকরির ক্ষেত্রসমূহঃ

  1. সরকারি/বেসরকারি মেডিকেল কলেজসমূহে নার্স হিসেবে নিয়োগ।
  2. সরকারি/বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে নিয়োগ।
  3. ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসেবে নিয়োগ।
  4. বিদেশে চাকরির সুুযোগ ও আত্মকর্মসংস্থানের সুযোগ।

Notice